কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০০ পিস ইয়াবা ও ১২ গ্রাম হেরোইনসহ একজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক কারবারি হলেন— রৌমারী থানাধীন কলেজপাড়া এলাকার মো. নুর আলম (৩৬)। জেলা পুলিশের মিডিয়া সেল এক প্রেস রিলিজে জানায়, শুক্রবার রাতে রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম মাদকবিরোধী অভিযান চালিয়ে রৌমারী থানাধীন সরকারি কলেজের মাঠ এলাকায় মো. নুর আলমকে ৩০০ পিস ইয়াবা, ১২ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ অর্থসহ হাতেনাতে গ্রেপ্তার করে। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,...