দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে নারী শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব এক নতুন মাত্রা যোগ করেছে। এই নির্বাচনে মোট ৪২৯ জন প্রার্থীর মধ্যে ৪৮ জনই নারী শিক্ষার্থী, যা জাতীয় রাজনীতিতে নারী অংশগ্রহণের জন্য আশার আলো দেখাচ্ছে বলে মনে করছেন শিক্ষার্থীরা। নির্বাচনে অংশগ্রহণকারী এই নারী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী তথা সমগ্র নারী সমাজের অধিকার আদায়ের কণ্ঠস্বর হয়ে উঠতে চান। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সাধারণ সম্পাদক (জিএস) পদে একজন, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক পদে একজন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে একজন, ছাত্রী কল্যাণবিষয়ক সম্পাদক পদে ১২ জন, দপ্তর সম্পাদক পদে একজন, নির্বাহী সদস্য পদে ছয়জন, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে তিনজন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে একজন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক পদে একজন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে...