কার্লো আনচেলত্তির অধীনে দুঃসময় কাটিয়ে উঠছে ব্রাজিল। আরও একবার ছন্দময় রঙিন ফুটবল উপহার দিতে দেখা গেলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। দুর্দান্ত সব আক্রমণ, গোলের বৃষ্টি। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তাদেরই মাঠে ৫-০ গোলের বিশাল জয় তুলে নিলো ব্রাজিল। এস্তেভাও এবং রদ্রিগো করেন দুটি করে গোল। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দাপট দেখায় ‘মেন ইন ইয়েলো’। ১৩ মিনিটে ব্রুনো গুমারেসের থ্রো বল থেকে এস্তেভাও এগিয়ে দেন দলকে। 'নাম্বার টেন' পজিশনে দুর্দান্ত খেলেছেন রদ্রিগো, যিনি প্রথমার্ধেই (৪১ মিনিটে) গোলের দেখা পান। কাসিমিরোর অ্যাসিস্ট থেকে বক্সের মধ্যে ডান পায়ের শটে বল জালে জড়ান তিনি। কোরিয়া চেষ্টা করলেও ব্রাজিলের প্রেসিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি। অল্প কিছু সময়ের জন্য তারা বলের দখল নিলেও, তা ছিল যখন ব্রাজিল কিছুটা শক্তি সঞ্চয়ের জন্য আক্রমণ কমিয়ে দেয়। ৪৭...