গতকাল (৯ অক্টোবর) এশিয়া কাপের বাছাইপর্বে নিজেদের টিকিয়ে রাখার লড়াইয়ে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ফুটবল দল। হতাশ হয়ে ঘরে ফিরেছে হাজারো দর্শক, হতাশা প্রকাশ পেয়েছে হামজা, ফাহমিদুলের মুখেও। ম্যাচ শেষে পরাজয়ের কারণ খুঁজতে খুঁজতে স্টেডিয়াম ছেড়েছেন দর্শক। এভাবেও হার মানা যায়! ম্যাচের শেষ মিনিটে গোল হজম করে মাঠ ছাড়তে থাকা হামজা, মোরছালিন, ফাহমিদুলদের চোখে ফুটে উঠেছে হতাশা, ভেসে উঠেছে আশাভঙ্গের কষ্ট। কিন্তু এই হারের কারণ কী? রক্ষণভাগের নিরাপত্তাহীনতা ম্যাচ হারের অন্যতম কারণ। সেন্ট্রাল ডিফেন্সে থাকা তারিক কাজী সম্পূর্ণ ফিট নন। রক্ষণভাগের আরেকজন সিনিয়র তপু সম্পূর্ণ আনফিট। তারিকের সঙ্গে ছিলেন অনভিজ্ঞ শাকিল আহাদ তপু। রক্ষণভাগের যেখানে এমন দুর্দশা, সেখানে প্রতিপক্ষের আক্রমণ করা আরও সহজ হয়ে যায়। রক্ষণভাগকে সুরক্ষিত রাখতে কোচ ইয়াসিনকে নামাতে পারতেন, যেহেতু গুরুত্বপূর্ণ দু’জন ডিফেন্ডারই কোটা–আক্রান্ত। কিন্তু কোচ সেটা করেননি।...