১০ অক্টোবর ২০২৫, ০৮:৩৪ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৮:৩৪ পিএম মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনী মন্ডল ইউনিয়নের কাজির পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের রাস্তার চরম বেহাল অবস্থায়। বর্ষা মৌসুমে রাস্তাটি কাদাপানিতে তলিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের প্রতিদিনই স্কুলে যেতে হয় হাঁটুপানি ভেঙে। ফলে শুধু শিক্ষার্থীরাই নয়, ওই পথ দিয়ে চলাচলকারী সাধারণ মানুষও ভোগান্তির শিকার হচ্ছেন। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১১টার দিকে এ অবস্থার প্রতিবাদে কাজির পাগলা গ্রামের বাসিন্দাদের উদ্যোগে সীতারামপুর এলাকায় মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা জানান, মাওয়া টোলপ্লাজা, দোগাছি ও গোয়ালীমান্দ্রার তিনটি কালভার্টের মুখ বন্ধ থাকায় এ জলাবদ্ধতার মূল কারণ। মানববন্ধনকারীরা দ্রুত জলাবদ্ধতা দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।স্থানীয় অভিভাবকরা জানান, জলাবদ্ধতার কারণে রাস্তাটির বেহাল দশা হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া-আসা কষ্টকর হয়ে...