বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে আজ (১০ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল। প্রীতি ম্যাচে আবারও ৪–২–৪ ফরমেশনে নামার ইঙ্গিত দিয়েছেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। আজ বাংলাদেশ সময় বিকেল ৫টায় সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই প্রীতি ম্যাচটি। ২০২৬ বিশ্বকাপে নিজেদের কোয়ালিফাই করেছে পাঁচবারের বিশ্বকাপজয়ী দল ব্রাজিল। আনচেলত্তির অধীনে চার ম্যাচ খেলে দুইটি জয়, একটি ড্র ও একটি পরাজয় দেখেছে সেলেসাওরা। প্রীতি ম্যাচে জয়ের আশাতেই মাঠে নামবে ব্রাজিল। পূর্বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মোট আট ম্যাচ খেলেছে ব্রাজিল। তার মধ্যে সাত ম্যাচেই জয় পেয়েছে আনচেলত্তির দল। এবারও জয়ের ধারা বজায় রাখতে চান ব্রাজিল কোচ। ইনজুরির কারণে একাদশে নেই অ্যালিসন বেকার, মারকুইনহোস এবং রাফিনহা। তবে স্কোয়াডে ফিরেছেন ভিনিসিয়ুস জুনিয়র ও ম্যাথেউস কুনিয়া। তবে পরিচিত মুখ দেখে স্কোয়াড গঠন করবেন না...