ঘটনাবহুল ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন ৩ দশমিক ৬৯ শতাংশ বেড়েছে, যা কোভিড মহামারীর দুঃসময়ের পর সবচেয়ে কম। এর আগে ২০১৯-২০২০ অর্থবছরে এর চেয়ে কম ৩ দশমিক ৪৫ শতাংশ প্রবৃদ্ধি পেয়েছিল বাংলাদেশ। আর ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হয় ৪ দশমিক ২২ শতাংশ। আন্দোলন-সংঘাতের ধাক্কা সামলে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করলেও চতুর্থ প্রান্তিকে অর্থনীতির চাকা ফের গতি হারিয়েছে। এর আগে ২০১৯-২০২০ অর্থবছরে এর চেয়ে কম ৩ দশমিক ৪৫ শতাংশ প্রবৃদ্ধি পেয়েছিল বাংলাদেশ। আর ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হয় ৪ দশমিক ২২ শতাংশ। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত হালনাগাদ তথ্যে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরের সাময়িক হিসাবে চলতি মূল্যে জুন শেষে জিডিপির আকার দাঁড়িয়েছে ১৪ লাখ ৪০ হাজার ৫০ কোটি টাকায়, যা আগের অর্থবছরে একই সময়ে ১৩...