নরওয়েজিয়ান নোবেল কমিটি শুক্রবার ভেনেজুয়েলার বিরোধী নেতা ও গণতন্ত্র আন্দোলনের সক্রিয় কর্মী মারিয়া করিনা মাচাডোকে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য নির্বাচিত করেছে। এই ঘোষণা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন আলোচনা ও উত্তেজনা সৃষ্টি করতে পারে। যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে আসছিলেন। তিনি দাবি করেছেন, তিনি অন্তত সাতটি আন্তর্জাতিক সংঘাত সমাধান করেছেন। উল্লেখ্য, তার ডেমোক্র্যাটিক পূর্বসূরি বারাক ওবামা ২০০৯ সালে এই সম্মান অর্জন করেছিলেন। নরওয়েজিয়ান নোবেল কমিটি ট্রাম্পের দাবিকে যথাযথভাবে মূল্যায়ন করে জানিয়েছে, নোবেল পুরস্কারের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হয় শুধুমাত্র আলফ্রেড নোবেলের ইচ্ছা ও কাজের ভিত্তিতে। কমিটির চেয়ারম্যান জোর্গেন ওয়াটনে ফ্রাইডনেস এক সংবাদ সম্মেলনে বলেন, “আমাদের কমিটির সভাকক্ষে সব লরিয়েটদের ছবি রয়েছে। সেই ঘরটি সাহস এবং সততার প্রতীক। আমরা শুধুমাত্র আলফ্রেড নোবেলের কাজ...