চলুন জেনে নেওয়া যাক-পাওয়ার ব্যাংক কেনার সময় যে ৬টি বিষয় খেয়াল রাখতে হবে প্রতিটি বৈদ্যুতিক যন্ত্র নির্দিষ্ট ভোল্টেজে চার্জ গ্রহণ করে। সাধারণত স্মার্টফোনের জন্য এটি ৫ ভোল্ট, তবে কিছু ফোনের জন্য ৯ বা ১২ ভোল্ট পর্যন্ত প্রয়োজন হয়। তাই পাওয়ার ব্যাংক কেনার আগে নিজের ফোন বা ডিভাইসের চার্জারের ভোল্টেজ দেখে সেটির সঙ্গে পাওয়ার ব্যাংকের আউটপুট ভোল্টেজ মিলিয়ে নিন। ফোন যেন অন্তত দুইবার সম্পূর্ণ চার্জ করা যায়, সেটা নিশ্চিত করতে হবে। এজন্য ফোনের ব্যাটারির ক্ষমতা অনুযায়ী পাওয়ার ব্যাংক বেছে নিন। যেমন—যদি ফোনের ব্যাটারি হয় ৪,০০০ mAh, তবে ৮,০০০–১০,০০০ mAh ক্ষমতার পাওয়ার ব্যাংক যথাযথ। সব পাওয়ার ব্যাংকে নিরাপত্তা ফিচার থাকে না। ভালো মানের পাওয়ার ব্যাংকে ওভারচার্জ প্রতিরোধ, সার্কিট সুরক্ষা, তাপমাত্রা নিয়ন্ত্রণ ও শর্টসার্কিট প্রতিরোধ প্রযুক্তি থাকে। এগুলো না থাকলে ব্যাটারি ক্ষতিগ্রস্ত হতে...