আমেরিকার অত্যাধুনিক এমন কোনো অস্ত্র কিংবা যান নেই যা এখন চীনের ভান্ডারে মজুদ নেই। গত কয়েক বছরে চীন এমন সব প্রযুক্তি তৈরি করেছে যা রীতিমতো যুক্তরাষ্ট্রের কাঁধে নিঃশ্বাস ফেলছে। আকাশ ও স্থলভাগে তো বটেই, সমুদ্রের বুকে ঝড় তুলতেও ওয়াশিংটনের সমকক্ষ হয়ে দাঁড়িয়েছে বেইজিং। দেশটির এমন অবস্থান খেলার বাঘ বদলে দিতে বাধ্য করেছে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থাকে। চীনকে টেক্কা দিতে এবার ষষ্ঠ প্রজন্মের স্টেলথ ফাইটার নির্মাণের অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যেন চীন থেকে এক ধাপ হলেও এগিয়ে থাকতে পারে মার্কিন সেনারা। মাল্টি বিলিয়ন ডলারের নতুন ফাইটার প্রকল্পপেন্টাগন প্রধান পিট হেক্সেদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন নৌবাহিনীকে সুসজ্জায় সজ্জিত করতে পরবর্তী প্রজন্মের স্টেলথ ফাইটার জেট নির্মাণের পরিকল্পনায় স্বাক্ষর করেছেন পিট হেক্সেদ। অনুমোদন: মাল্টি বিলিয়ন ডলারের এই প্রকল্পে ৩ অক্টোবর অনুমোদন দিয়েছেন তিনি।...