ভারতের গুয়াহাটিতে অনুষ্ঠিত আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করে ২২৭ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড দল। ফলে জিততে হলে বাংলাদেশের মেয়েদেরকে ২২৮ রান করতে হবে। আজকের ম্যাচে টসে জয়লাভ করে নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান তুলতে সক্ষম হয়। শুরু থেকেই দেখেশুনে চমৎকার ব্যাটিং করেছে নিউজিল্যান্ড। সুজি বেটসের ব্যাটে উদ্বোধনী জুটিতে ৩৫ রান তুলে কিউইরা। এরপর ৩ রানের মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে লড়াইয়ে ফিরেছিল বাংলাদেশ। এরপর ১১২ রানের বড় জুটি গড়ে বাংলাদেশকে বেকায়দায় ফেলে দেন সোফি ডিভাইন আর ব্রুকি হলিডে। ৬৯ রান করা হলিডেকে উইকেটরক্ষকের ক্যাচ বানিয়ে অবশেষে জুটি ভাঙেন ফাহিমা খাতুন।...