নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল)-এর প্রায় ৮২ শতাংশ শেয়ার এখনো এস আলম গ্রুপের "অবৈধ নিয়ন্ত্রণে" রয়েছে, এমন গুরুতর অভিযোগ এনেছে 'সচেতন ব্যবসায়ী ফোরাম'। তাদের দাবি, ব্যাংকটির প্রকৃত মালিকদের কাছে এর মালিকানা ফেরত দিতে হবে এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক জব্দকৃত শেয়ার অবিলম্বে লিকুইডেশন করে ব্যাংকের দায় পরিশোধে ব্যবহার করা হোক। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এই দাবি উত্থাপন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সচেতন ব্যবসায়ী ফোরামের সদস্যসচিব মো. মুস্তাফিজুর রহমান। তিনি অভিযোগ করেন, দেশের আর্থিক খাতে সুশাসনের জন্য এই "অবৈধ নিয়ন্ত্রণ" বড় হুমকি। • শেয়ার জব্দ, কিন্তু ব্যবহার নেই: মুস্তাফিজুর রহমান প্রশ্ন তোলেন, বাংলাদেশ ব্যাংক এস আলম গ্রুপের ৮২ শতাংশ শেয়ার আনুষ্ঠানিকভাবে জব্দ করার...