শুক্রবার (১০ অক্টোবর) উপজেলার নাভারণ ইউনিয়নের বায়সা চাঁদপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মাসুদ রানা জেলার শার্শা উপজেলার উলাশী গ্রামের নুর মোহাম্মদের ছেলে ও পেশায় ভ্যান চালক ছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকেলে নির্মাণাধীন ওই বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয় কয়েকজন ভেতরে যান। এ সময় তারা অর্ধগলিত লাশটি পড়ে থাকতে দেখেন। থানায় জানালে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। লাশ উদ্ধারের খবর পেয়ে মাসুদের বাবা নুর মোহাম্মদ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি ছেলের বলে শনাক্ত করেন। নিহতের...