বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের ‘কোমর ভাঙা’ শিক্ষাব্যবস্থা ঠিক করা, দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠা করা তার দলের প্রধান লক্ষ্য হবে। তিনি আগামী নির্বাচনে ভোট ডাকাতির চেষ্টা করলে তার হাত ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-১৫ আসনের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, কোনো দুষ্কৃতকারী জামায়াতের নামে চাঁদাবাজি করলে আমরা তার যথাযথ ব্যবস্থা নেব। দুর্নীতির বিষয়ে আমরা কঠোর হব, এতে কেউ আমাদের বাধা দিয়ে রাখতে পারবে না। সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করে তিনি বলেন, সমাজে ন্যায়বিচার নিশ্চিত করা হবে। আমাদের দলের অভ্যন্তরেও কঠোর জবাবদিহিতা চালু করা হবে। দলের কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়ে দুর্নীতিগ্রস্ত হলে তারও বিচার নিশ্চিত করা হবে। তিনি...