ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে মদ উদ্ধার ও অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় নারী-শিশুসহ পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। শুক্রবার সকালে ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ অক্টোবর রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। হাবিলদার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে সামন্তা চারাতলাপাড়া গ্রামের রাস্তার পূর্ব পাশে মদগুলো উদ্ধার করা হয়। একইদিন বিকেল আনুমানিক ২টার দিকে কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় হাবিলদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে নিয়মিত টহলের সময় চাপাতলা গ্রামের মো. রফিকুল ইসলামের মাল্টা বাগানের সামনে থেকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করার সময়...