গাজাগামী আন্তর্জাতিক নৌবহর ‘ফ্রিডম ফ্লোটিলা’ থেকে আটক বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরেই তিনি ইসরায়েল থেকে তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করেন। মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আজ সন্ধ্যায় তিনি দেশের উদ্দেশে রওনা দেবেন বলে নিশ্চিত করেছেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক। রাষ্ট্রদূত জানান, ইস্তাম্বুলের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে উড্ডয়ন করবে। শহিদুল আলম ওই ফ্লাইটের যাত্রী হিসেবে শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে বাংলাদেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। কারামুক্ত হয়ে ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছালে বাংলাদেশের কনসাল জেনারেল মো. মিজানুর রহমান তাকে স্বাগত জানান। উল্লেখ্য, দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতা বন্ধ এবং গাজায় ইসরায়েলি নৌ অবরোধ ভাঙার প্রত্যয় নিয়ে যাত্রা করা...