কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের শ্রীবল্লভ কবিরাজপাড়া আমতলি বাজার বড়ুয়া এলাকায় নির্মিত বড়ুয়া সেতু ২০১৮ সালের বন্যায় তীব্রতাতে ভেঙ্গে যায়। যা আট বছর ধরে পড়ে আছে। এই সেতু দিয়ে তবকপুর ও পার্শ্ববর্তী ইউনিয়ন রানীগঞ্জের ২০ গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ যাতায়াতে বিপাকে পড়েছেন। বেশি ভোগান্তিতে পড়েছে বিদ্যালয়গামী কোমলমতি শিক্ষার্থীরা। সেতুটি ভেঙ্গে পড়ার কারণে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলা শহরের হাসপাতাল মোড় থেকে বড়ুয়া তবকপুর হয়ে ইউনিয়নের রসুলপুর চুনিয়ারপার মোড় পর্যন্ত প্রায় আট কিলোমিটার পাকা সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মাণ করেছিল। সড়কের পাঁচ কিলোমিটার দূরত্বে বড়ুয়া তবকপুর বাজারের কাছে নির্মিত সেতুটি নির্মাণের চার বছর পরই ২০১৮ সালের বন্যার পানির তোড়ে ভেঙ্গে যায়। এতে সংযোগ সড়ক বিচ্ছিন্ন হয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়। এরপর যোগাযোগ...