গতকাল (৯ অক্টোবর) এশিয়া কাপের বাছাইপর্বে টিকে থাকার লড়াইয়ে জয়হীন থাকল বাংলাদেশ ফুটবল দল। ম্যাচে পরাজয়ের অন্যতম কারণ—চার প্রবাসী ফুটবলারকে শুরু থেকে না খেলানো। জামাল, ফাহামিদুল, শমিত ও জায়ানকে নামানো হয় দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে। শুরু থেকেই খেললে হয়তো ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত। আজ হংকংয়ের বিপক্ষে খেলতে দেশ ছাড়ে বাংলাদেশ ফুটবল দল। ঢাকা ছাড়ার আগে অধিনায়ক জামাল ভূঁইয়া সাংবাদিকদের বলেন, শমিত, জায়ান ও ফাহামিদুলসহ তাঁরা চারজনই চান ম্যাচের শুরু থেকেই খেলতে। তবে কোচ হাভিয়েল কাবরেরা তাঁদের দাবি মানবেন কি না, সেটিই এখন দেখার বিষয়। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ ২–১ গোলে পিছিয়ে ছিল। ৫৭ মিনিটে শমিত, জামাল ও ফাহামিদুলকে মাঠে নামান কোচ। এর পর থেকেই ম্যাচের গতি পরিবর্তন হতে থাকে। এরপরই নামানো হয় জায়ানকে—তখন থেকেই মাঝমাঠ থেকে শুরু হয় আক্রমণ। ম্যাচের শেষ...