লাতিন অঞ্চল থেকে আরও আগেই ২০২৬ ফুটবল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করতে প্রীতি ম্যাচ খেলে বেড়াবে সেলেসাওরা। সেই লক্ষ্যে ফিফার অক্টোবর উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলতে এশিয়া সফর করছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। সফরের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দুর্দান্ত এক জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। আজ শুক্রবার (১০ অক্টোবর) এশিয়া সফরে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। সেলেসাওদের পক্ষে জোড়া গোল করেন উঠরি তারকা এস্তেভাও উইলিয়ান। দারুণ ছন্দে আছেন ১৮ বছর বয়সী এই চেলসি উইঙ্গার। ব্রাজিলের হয়ে সবশেষ তিন ম্যাচে ৩ গোল করলেন এস্তেভাও। আজকের ম্যাচে দারুণ পারফরম্যান্স করেছেন রদ্রিগো। জোড়া গোল করে দলের জয়ে বড় অবদান রাখেন এই রিয়া মাদ্রিদ ফরোয়ার্ড। আরেক রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র...