একাধারে একজন শিক্ষাবিদ, গল্পকার, সাহিত্যিক ও প্রাবন্ধিক; হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের অনবদ্য জীবনের ইতি ঘটল আজ ( শুক্রবার, ১০ অক্টোবর) সৈয়দ মনজুরুল ইসলাম জন্মেছিলেন সিলেটে।পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ১৯৮১ সালে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে ইয়েটসের কবিতায় ইমানুয়েল সুইডেনবার্গের দর্শনের প্রভাব বিষয়ে পিএইচডি করেন। শুক্রবার (১০ অক্টোবর) ল্যাবএইড হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ মনজুরুল ইসলাম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, অধ্যাপক, চিত্রসমালোচক পরিচয়ের বাইরেও মনজুরুল ইসলামকে অনেকেই অনন্য মানুষ করেন। যিনি বিস্ময়কর মানুষ হিসেবে নিজের দ্যুতি ছড়িয়েছেন। শিক্ষকতার পাশাপাশি বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই তাঁর লেখালেখি ছিল গভীর। ১৯৯৬ সালে মাত্র ‘শ্রেষ্ঠ গল্প’ এবং ‘থাকা না থাকার গল্প’ নামে তার দুটি বই আসল। এরমধ্যেই...