বগুড়ার শাজাহানপুরে পূজার আনন্দে বিষাক্ত মদপানে অসুস্থ আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন আরও দুজন। শুক্রবার (১০ অক্টোবর) বিকালে শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার দুপুরে নতুন করে আরও দুজন মারা গেছেন। ময়নাতদন্ত শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মৃতরা হলেন- শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খোট্টাপাড়া পূর্বপাড়া গ্রামের মৃত মাহবুবুর রহমান মন্ডলের ছেলে মিজানুর রহমান মন্ডল লিটন (৫০), খোট্টাপাড়া সোনারপাড়া গ্রামের সোনার আবদুল হান্নান খোকার ছেলে নাছিদুল ইসলাম (২৭) ও খোট্টাপাড়া পূর্বপাড়ার সুলতান মাহমুদের ছেলে আবদুল মানিক আকন্দ (৩০)। লিটন ওই ইউনিয়নের ২নং সংরক্ষিত আসনের মহিলা সদস্য আলেয়া বেগমের স্বামী। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন দুজন হলেন- খোট্টাপাড়া...