দক্ষিণ ফিলিপাইনের উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন এবং সুনামির আশঙ্কায় উপকূলীয় অঞ্চল থেকে হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ফিলিপাইন ও ইন্দোনেশিয়া উভয় দেশই সতর্কতা জারি করেছে। ফিলিপাইনের আবহাওয়া দফতর জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল দক্ষিণাঞ্চলীয় মিন্ডানাও দ্বীপের উপকূলবর্তী এলাকায়। প্রবল কম্পনে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয় এবং বিভিন্ন স্থাপনায় ফাটল ও ক্ষয়ক্ষতি দেখা দেয়। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় ও দক্ষিণ ফিলিপাইনের উপকূলীয় শহরগুলোর বাসিন্দাদের এক মিটারের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কায় নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। দাভাও শহরের হাসপাতাল এলাকায় রোগীদের বাইরে পার্কিং লটে চিকিৎসা দিতে দেখা গেছে। স্থানীয় টিভি চ্যানেলগুলোতে প্রচারিত ভিডিওতে দেখা যায়, রাস্তায় গাড়ি থেমে যায়, ভবনের তারগুলো দুলতে থাকে এবং মানুষ আতঙ্কে রাস্তায় ছুটে আসে। দাভাও ওরিয়েন্টাল প্রদেশের গভর্নর এডউইন জুবাহিব...