ভারতে প্রাপ্তবয়স্কদের কনটেন্ট নিয়ে নানা ধরনের বিধিনিষেধ আছে। তবে এর মধ্যেই থেমে নেই এ ধরনের কনটেন্ট, বিভিন্ন ওটিটিতে নানা নামে প্রচারিত হয় এসব কনটেন্ট। ভারতের প্রাপ্তবয়স্কদের কনটেন্ট ও এই শিল্পের চ্যালেঞ্জ নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্র ‘ডার্টি এন্টারটেইনারস: দ্য বিজনেস অব ইন্ডিয়ান ইরোটিকা’। তথ্যচিত্রের ওটিটি প্ল্যাটফর্ম ডকুবের জন্য এটি বানিয়েছেন হিনা ডিসুজা। ‘ডার্টি এন্টারটেইনারস: দ্য বিজনেস অব ইন্ডিয়ান ইরোটিকা’-এর পরিচালক হিনা জানান, এই শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীরা সমাজের রক্তচক্ষু ও সেন্সরশিপের সীমাবদ্ধতার মধ্যে কাজ চালিয়ে যাচ্ছেন। সিরিজটি নির্মাণের সঙ্গে যুক্ত আইএন১০ মিডিয়া নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক আদিত্য পিটি বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল এমন গল্প তুলে ধরা যা সাধারণত ফিসফিস করে বলা হয় বা গোপনে আলোচনা হয়, কিন্তু প্রকাশ্যে কমই প্রকাশিত হয়। বিনোদন জগতের গ্ল্যামার যতটা আলোচিত, তার পাশাপাশি একটি জটিল দিকও রয়েছে...