ঢাকার বনশ্রীতে চালু হল মাইক্লো বাংলাদেশের ষোড়শ বিক্রয়কেন্দ্র। কোম্পানির পরিচালক এ এইচ এম আরিফুল কবির শুক্রবার এ আউটলেটের উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। মাইক্লোর ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, "দ্রুত বর্ধনশীল ব্র্যান্ডটি মাত্র দুই বছরের কম সময়ে ১৬টি শোরুম চালু করে নতুন মাইলফলক অর্জন করেছে। “জাপানি লাইফস্টাইল থেকে অনুপ্রাণিত তৈরি পোশাকের ব্র্যান্ড ‘মাইক্লো বাংলাদেশ' গ্রাহকদের ক্রয়ক্ষমতার মধ্যে মানসম্মত ও পছন্দের পোশাক দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।” আরিফুল কবির বলেন, "প্রাথমিকভাবে বাংলাদেশের বাজারকে টার্গেট করে মাইক্লোর যাত্রা শুরু হলেও আমাদের পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে বাংলাদেশের বাজারে একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে মাইক্লোকে প্রতিষ্ঠিত করা। "সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ...