প্রবল বৃষ্টির মধ্যে সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামের দর্শকরা তৈরি ছিল দারুণ এক ম্যাচ দেখার অপেক্ষায়। ফুটবল সৌন্দর্যের আঁতুরঘর ব্রাজিল হতাশ করেনি। যদিও, একপেশে ম্যাচ দেখেছে স্বাগতিক দক্ষিণ কোরিয়ার দর্শকরা। আজ শুক্রবার (১০ অক্টোবর) আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের দাপুটে জয় তুলে নিয়েছে ব্রাজিল ব্রাজিলের এই বিশাল জয়ের মূল নায়ক ছিলেন এস্তেভাও ও রদ্রিগো। দুজনেই জোড়া গোল করে দলকে শক্তিশালী অবস্থানে নিয়ে যান। পরে দ্বিতীয়ার্ধে পঞ্চম গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচে ব্রাজিলের প্রথম গোলটি করেন এস্তেভাও, ব্রুনো গিমারেসের দুর্দান্ত পাস থেকে দক্ষতার সাথে বল জালে জড়ান তিনি। এরপর রদ্রিগো তার প্রথম গোলটি করেন, যা ছিল ম্যাচের সেরা গোলগুলোর মধ্যে একটি। ভিনিসিয়াসের কাট-ব্যাক পেরিয়ে আসা বল কাসেমিরোর কাছ থেকে প্রথম টাচেই পেয়ে জালে প্রবেশ করান তিনি। বিরতির ঠিক পরেই...