কলাপাড়া : কুয়াকাটা সৈকতে পর্যটকের ভোগান্তি এখন এই ঝুঁকিপূর্ণ স্থাপনা -জনকণ্ঠ কুয়াকাটা। প্রকৃতির সীমাহীন সৌন্দর্যে ঘেরা এক পর্যটন কেন্দ্র। রয়েছে দেশজুড়ে সুখ্যাতি। বিদেশেও রয়েছে ব্যাপক পরিচিতি। এ সৈকতের বেলাভূমে দাঁড়িয়ে সকালে সূর্যোদয় ও সন্ধ্যায় সূর্যাস্তের মতো মনোরম, বিরল দৃশ্য দেখার সুযোগ রয়েছে। পরিচ্ছন্ন সৈকত হিসেবে কুয়াকাটার রয়েছে আলাদা সুখ্যাতি। সৈকতের কোলঘেঁষে দিগন্তজুড়ে ম্যানগ্রোভ-ননম্যানগ্রোভ বনাঞ্চল রয়েছে। যেন সবুজের আচ্ছাদনে ঘেরা। সৈকতের দীর্ঘ ১৮ কিলোমিটার বেলাভূমের গোটা এলাকা পর্যটকের জন্য নিরাপদ বিচরণের সুযোগ রয়েছে। এখানকার নৈসর্গিক দৃশ্যাবলী চোখ ধাঁধানো। সেসব দেখার সুবর্ণ সুযোগ রয়েছে। রয়েছে উত্তাল সাগরে নিরাপদ গোসলের সুযোগ। বালিয়াড়িতে নেই দুর্ঘটনার ঝুঁকি। দিনভর সাগরবক্ষে জেলেদের মাছ শিকারের দৃশ্য অবলোকন করা যায়। ইচ্ছে হলে জ্যান্ত মাছ কিনে খাওয়ার সুযোগ মিলছে। এতসব উপভোগ্য সৈকতে এখন পর্যটকরা ছুটির দিনে ছুটছেন বাধাহীনভাবে। পর্যটকরা কুয়াকাটায়...