ইসরায়েল থেকে মুক্তি পেয়ে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে পৌঁছানো আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম শনিবার সকালে দেশে পৌঁছাবেন। প্রধান উপদেষ্টার কার্যালয় শুক্রবার রাতে এক বার্তায় জানায়, শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে শহিদুল আলমের ফ্লাইটটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এর আগে শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শহিদুল আলম ইসরায়েল থেকে ইস্তাম্বুলে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান তুরস্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। সে সময় বাংলাদেশের পতাকা হাতে শহিদুল আলমের ছবি ও ভিডিও প্রকাশ করে প্রধান উপদেষ্টার কার্যালয়। ভিডিওতে তাকে ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে স্লোগান দিতে দেখা যায়। তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এমদাদ আমানুর রহমান জানিয়েছেন, শহিদুল আলমের ঢাকা ফেরার ফ্লাইটটি শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইস্তাম্বুল থেকে ছেড়ে যাওয়ার কথা। গত বুধবার গাজাগামী নৌবহর ফ্রিডম ফ্লোটিলার...