আপনার পূর্বপুরুষের জমি আছে কি নেই—এটি অনেকেরই মনে একটি বড় প্রশ্ন। বিশেষ করে যারা শহরে বসবাস করছেন বা প্রবাসে থাকেন এবং বছরের পর বছর নিজের এলাকার খবর রাখেননি। কখনো জানতে পারেন, দাদার বাড়ি আছে, কিন্তু দলিল বা খতিয়ানের কাগজ নেই। এই ধরনের পরিস্থিতিতে এখন নতুন ডিজিটাল ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সম্পত্তি তল্লাশি করা সম্ভব। এরপর জানতে হবে আপনার দাদাবাড়ি কোন মৌজায় অবস্থিত। মৌজা নির্ধারণের জন্য ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করতে হবে। সেখানে তৌহিলদার বা সংশ্লিষ্ট কর্মকর্তাকে বিস্তারিতভাবে সকল নাম এবং প্রয়োজনীয় তথ্য জানালে মৌজার খতিয়ান এবং জমির রেকর্ড পাওয়া যায়। যদি খতিয়ান বা দলিলের তথ্য ঘাটতি থাকে, উপজেলা ভূমি অফিস এবং প্রয়োজনে ডিসি রেকর্ড রুম থেকে খতিয়ান সংগ্রহ করা যাবে। সংগ্রহকৃত কাগজপত্রের মাধ্যমে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে ওয়ারিশিয়ান সনদ...