বগুড়ায় শাজাহানপুর উপজেলায় ‘অতিরিক্ত মদ্যপানে’ অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় একে একে প্রাণ হারিয়েছেন তিনজন। হাসপাতালে আছেন আরও দুইজন। সর্বশেষ শুক্রবার দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মানিক (২৫) মারা যান বলে জানিয়েছেন শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম। এর আগে একই হাসপাতালে মঙ্গলবার রাতে মিজানুর রহমান মণ্ডল (৫০) এবং বৃহস্পতিবার রাতে নাছিদুল ইসলাম (২৭) মারা যান। চিকিৎসাধীন রয়েছেন আল কাফী (৩০) ও রঞ্জু মিয়া (২৮)। তারা সবাই শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। ওসি শফিকুল ইসলাম বলেন, ২ অক্টোবর শারদীয় দুর্গাপূজার দশমীর সন্ধ্যার দিকে বেজোড়া মধ্যপাড়া সনাতন ধর্মশালা পূজামণ্ডপের পাশে বেলতলা এলাকায়...