চট্টগ্রামের বোয়ালখালীতে ৭২ হাজার ৬৪৩ জন শিশুকে দেওয়া হবে টাইফয়েডের টিকা। গতকাল বৃহস্পতিবার সকালে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যেগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের অ্যাডভোকেসি কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। টাইফয়েডের ভয়াবহতা থেকে শিশুদের রক্ষা করতে এ উপলক্ষে আয়োজিত হাসপাতাল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা। প্রধান অতিথি কানিজ ফাতেমা বলেন, সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী রোববার (১২ অক্টোবর) বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচী শুরু হবে। নির্ধারিত বয়সের প্রতিটি শিশু যেন বিনামূল্যে এই টিকা গ্রহণ করে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে। টাইফয়েড প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো টিকা গ্রহণ। তিনি আরো বলেন, ব্যক্তিগতভাবে কিনে এই ভ্যাকসিন দিতে গেলে অনেক টাকা...