পুলিশের সূত্রে ভারতীয় গণমাধ্যম জিনিউজ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ৩ অক্টোবর। আহত স্বামী দীনেশ পুলিশকে জানিয়েছেন,তিনি তার আট বছরের মেয়ের সঙ্গে ঘুমাচ্ছিলেন। ভোর তিনটের দিকে ওই ভয়ংকর কাণ্ড করেন তার স্ত্রী। ঘুম ভেঙে চিত্কার করে উঠলে তার শরীরে মরিচের গুড়া ছিটিয়ে হুঁশিয়ারি দেন, চিত্কার করলে আরও গরম তেল ঢেলে দেওয়া হবে। আম্বদকরনগর থানায় এমনটাই অভিযোগ দায়ের করেছেন দীনেশ। দীনেশ জানিয়েছেন, ঘটনার দিন তিনি গভীর রাতে বাড়ি ফেরেন। তারপর খেয়ে দেয়ে শুতে চলে যান। ভোর তিনটের দিকে হঠাৎ আমি অনুভব করি শরীর জ্বলে যাচ্ছে। চোখ খুলে দেখি আমার স্ত্রী আমার শরীরে গরম তেল ঢালছে। বাঁচার জন্য চিত্কার করতেই আমার শরীরে মরিচ গুড়া ছিটিয়ে দেয়। এদিকে দীনেশের চিত্কার শুনে নিচের তলা থেকে ছুটে আসেন বাড়িওয়ালা ও তার পরিবার। বাড়িওয়ালার মেয়ে অঞ্জলী পুলিশকে...