গত সেপ্টেম্বর উইন্ডোতে বিশ্বকাপ বাছাইপর্ব মিশন শেষ হয়েছে ব্রাজিলের। তবে বাছাইপর্বে লাতিন অঞ্চল থেকে আরও আগেই ২০২৬ ফুটবল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে সেলেসাওরা। বিশ্বকাপের এখনো বাকি প্রায় ১০ মাস। এই সময়ে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেবে ব্রাজিল। সেই লক্ষ্যে দুটি প্রীতি ম্যাচ খেলতে এশিয়া সফর করছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। আজ শুক্রবার (১০ অক্টোবর) এশিয়া সফরে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয়েছে ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ২-০ গোলে এগিয়ে আছে সেলেসাওরা। সফরকারীদের পক্ষে গোল করেন এস্তেভাও উইলিয়ান ও রদ্রিগো। দক্ষিণ কোরিয়ার সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় শুরু হয়েছে ম্যাচটি। শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে ব্রাজিল। সফরকারীদের একের পর এক আক্রমণে নাস্তানাবুদ হয়ে যায় স্বাগতিকরা। ব্রাজিলও প্রথম সাফল্য পেতে বেশি সময় নেয়নি। ম্যাচের ১৩ মিনিটেই এস্তেভাও উইলিয়ানের...