শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন, ডালি বোঝাই সবজির পসরা সাজিয়ে বিক্রেতার অপেক্ষায় ক্রেতারা। তবে বৃষ্টি থাকায় বাজারে ক্রেতাদের উপস্থিতি ছিল কিছুটা কম। সবজির দাম কিছুটা বাড়ার কথা বলছেন বিক্রেতারা। অজুহাত বৃষ্টি। তবে মাছের বাজারে আছে স্বস্তি। সরবরাহ বাড়ায় দাম কমার কথা বলছেন বিক্রেতারা। বেশিরভাগ মাছ কেজিতে ৫০ থেকে ৬০ টাকা কমার কথা বলছেন তারা, তবে একমত নন ক্রেতারা। তেল, ডাল, চিনিসহ মুদি বাজারে আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে বেশিরভাগ পন্য। ক্রেতারা বলছেন...