১০ অক্টোবর ২০২৫, ০৮:৩৯ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৮:৩৯ পিএম দেশের সবচেয়ে বড় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ২২৫৭টি কলেজে অধ্যয়ন করছে প্রায় ৩৫ লাখ শিক্ষার্থী, যা দেশের মোট উচ্চশিক্ষার্থী জনসংখ্যার ৭০ শতাংশ। অধিকাংশ শিক্ষার্থী মধ্য ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। তবে পুরনো সিলেবাস ও দক্ষতার অভাবে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সীমিত। এই বাস্তবতা থেকে উত্তরণে জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক পর্যায়ে আইসিটি ও ইংরেজি বাধ্যতামূলক করাসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রযুক্তিনির্ভর সকল উদ্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশে থাকবে। শুক্রবার (১০ অক্টোবর) গাজীপুরের মাওনা রিসোর্টে অনুষ্ঠিত ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি কারিকুলাম বাস্তবায়নে শিক্ষকদের জন্য অনলাইন প্রশিক্ষণ কনটেন্ট উন্নয়ন’ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন,...