ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। শুক্রবার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় শোক প্রকাশ করেন তিনি। শোকবার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম দেশের শিক্ষা ও গবেষণায় অনন্য অবদান রেখে গেছেন। এ অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন তিনি। মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানউপাচার্য। আরও পড়ুনইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম মারা গেছেন এরআগে শুক্রবার বিকেল ৫টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম। অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম এ...