চট্টগ্রাম: বর্ষীয়ান বামপন্থী রাজনীতিক, সংস্কৃতিজন স্বপন সেন আর নেই। তাঁর মৃত্যুতে চট্টগ্রামের বামপন্থী, প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার (১০ অক্টোবর) ভোরে চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৭৩ বছর বয়সী অকৃতদার স্বপন সেন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামের এক বনেদি পরিবারে স্বপন সেনের জন্ম। তাঁর পিতা একজন স্কুলশিক্ষক ছিলেন। সেই সুবাদে চট্টগ্রাম নগরীর ঈশ্বরনন্দী লেইনে তাঁর শৈশব থেকে জীবনের পুরোটা সময় কেটেছে। ষাটের দশকে ছাত্র ইউনিয়নে যোগ দেওয়ার মধ্য দিয়ে স্বপন সেনের রাজনীতিতে হাতেখড়ি হয়। এরপর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ও সর্বশেষ তিনি গণতন্ত্রী পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি গণতন্ত্রী পার্টির চট্টগ্রাম জেলা কমিটির সহ সভাপতি ছিলেন। তিনি...