প্রধান বিচারপতি ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (জেএটিআই) চেয়ারম্যান সৈয়দ রেফাত আহমেদ মিশরের জাতীয় বিচার শিক্ষাকেন্দ্র (এনসিজেএস) পরিদর্শন করেছেন। শুক্রবার (১০ অক্টোবর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি ৮ অক্টোবর এনসিজেএস পরিদর্শন করেন। তার সফরটি বাংলাদেশ ও মিশরের মধ্যে বিচার বিভাগীয় সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সফরকালে প্রধান বিচারপতি মিশর বিচার বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন। এসব উভয় পক্ষ বিচার প্রশিক্ষণ, শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন। বৈঠকে উভয় দেশের বিচার বিভাগের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির প্রতি অঙ্গীকার ব্যক্ত করা হয়। আরও পড়ুনমিশর সফরে প্রধান বিচারপতি, দায়িত্বে বিচারপতি এমদাদুল হকদেশের...