ঢাকার ধামরাইয়ে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা-নাশকতা ও হত্যা মামলায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমএম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম ও এসআই এসএম কাউসার সুলতানের নেতৃত্বাধীন পুলিশের বিশেষ আভিযানিক টিম বুধবার রাতে তাকে ঢাকা-আরিচা মহাসড়কের নিরিবিলি এলাকা থেকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বিকালে তাকে ঢাকার ধামরাই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠান। এ বিষয়ে ধামরাই থানার পুলিশ সূত্র নিশ্চিত করেছে। তার গ্রেফতারের খবর চারিদিকে ছড়িয়ে পড়লে জামায়াত-বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা আনন্দে আত্মহারা হয়ে মিষ্টি বিতরণ করেন। একাধিক সূত্র জানায়, জুলাই আন্দোলন ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের এই নেতার নেতৃত্বে হাজার-হাজার নেতাকর্মী ও সমর্থক লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে রাজপথে নামেন। একপর্যায়ে আন্দোলনরত ছাত্র-জনতার...