লক্ষ্মীপুরের রামগঞ্জে মা-মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ২৪ ঘণ্টার পরও পুলিশ আসামিদের সনাক্ত করতে না পারায় এলাকাবাসীর মধ্যে হতাশা দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাতে রামগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামে মা ও মেয়েকে গলা কেটে হত্যার এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের অবসর প্রাপ্ত সেনা সদস্য মিজানুর রহমানের স্ত্রী জুলেখা বেগম (৪৫) ও তার মেয়ে তানহা আক্তার মিম (১৮)। মিম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। স্ত্রী-মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মিজানুর রহমান। এদিকে শুক্রবার দুপুরে নিহতদের স্বজন ও জুলেখার স্বামী সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমান অজ্ঞাত নামা আসামি করে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকারীদের বিচার চেয়ে নিহতের পরিবার ভেঙে পড়ছেন বার বার। ঘটনার পর থেকে পুরো এলাকায় আংতঙ্ক ও নেমেছে...