কুমিল্লার তিতাস উপজেলায় শাশুড়ি সফুরা বেগমকে (৮০) পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের জামাই জামাল মিয়ার বিরুদ্ধে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার শিবপুর গ্রামের দিলু সিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত সফুরা বেগমের মেয়ে রহিমা আক্তারের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় সফুরার ভাতিজা জামাল মিয়ার। তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। জামাল ও তার স্ত্রী রহিমার মধ্যে শুক্রবার সকাল ৯টার দিকে ঝগড়া হয়। একপর্যায়ে জামাল তার স্ত্রী রহিমা ও মেয়ে মারিয়াকে মারধর করে আহত করে। পরে স্বজনরা তাদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শিবপুর গ্রামের নুর মোহাম্মদ মাস্টার বলেন, আহত স্ত্রী-মেয়েকে হাসপাতালে নিয়ে গেলে জামাল তার বৃদ্ধ শাশুড়িকে কোলে তুলে পুকুরে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু না হওয়া...