এমন সুন্দর ফুটবল বহুদিন খেলেনি ব্রাজিল। সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে আজ বহুদিন পর ‘জোগো বনিতো’র পসরা সাজিয়ে বসেছিল কোচ কার্লো আনচেলত্তির দল। ছোট মেসি খ্যাত এস্তেভাও উইলিয়ান, রদ্রিগো গোয়েজের জোড়া গোল আর ভিনিসিয়ুস জুনিয়রের লক্ষ্যভেদে ভর করে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের বড় জয় তুলে নিয়েছে সেলেসাওরা। ব্রাজিল আজ শুরু থেকেই খেলেছে মোহ জাগানিয়া ফুটবল। প্রথম গোলটা করেন মেসিনিও এস্তেভাও। ১৩ মিনিটে বক্সের বাইরে থেকে তাকে রক্ষণচেরা এক পাসে বল বাড়ান ব্রুনো গিমারেশ। বক্সের ভেতর থেকে বলটা জালে জড়াতে ভুল করেননি তিনি। পরের গোলটা করলেন রদ্রিগো। বক্সের ভেতর তার কাছে বলটা বাড়ান কাসেমিরো। ডান পাশ থেকে দৃষ্টিনন্দন এক বাঁকানো শটে বলটা জালে জড়ান তিনি। প্রথমার্ধে গোল এই দুটিই হয়েছে, তবে সুযোগ যা তৈরি করেছে ব্রাজিল, তাতে গোল হতে পারত অন্তত...