ফিলিস্তিনপন্থী অভিযানে অংশ নেওয়ায় ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে আটক হয়েছিলেন। এবার মুক্ত হয়ে আগামীকাল শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। ইসরায়েলের কারাগার থেকে শুক্রবার মুক্তি পাওয়ার পর তিনি এখন দেশের পথে। শুক্রবার স্থানীয় সময় দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান। সেখানে তাঁকে স্বাগত জানান ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুর রহমান জানান, শহিদুল আলমকে বহনকারী ফিরতি ফ্লাইটটি শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইস্তাম্বুল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এদিকে, শহিদুল আলমের মুক্তি ও নিরাপদে দেশে প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য প্রধান...