১০ অক্টোবর ২০২৫, ০৮:৫৯ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৮:৫৯ পিএম বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মাওলানা আব্দুস সালাম মাদানী সাহেব কোরআনে ৮ বার ‘দাঁড়িপাল্লা’ শব্দটি এসেছে উল্লেখ করে ইসলামী এই প্রতীকে আল্লাহর জন্য ভোট চেয়েছেন। আলহামদুলিল্লাহ। তবে দাঁড়িপাল্লা কোরআন মাজীদে আসলে আছে ৯ বার, উনি একবার কমিয়ে বলেছেন। যাই হোক, কোরআন মাজিদে নৌকা প্রতীক এসেছে প্রায় ২৫ বার। শেখ হাসিনা ভারতে থাকায় ইসলামী এই প্রতীকটি ব্যালটে না থাকাটা দুঃখজনক। আরেকটি ইসলামী প্রতীক তারকা মার্কা কোরআনে ১৮ বার আসলেও জেসিডির এই মার্কায় ভোট দিলে ঈমান চলে যাবে বলে জানিয়েছেন ভুরুঙ্গমারি জামায়াতের আমীর ও রুকন ডাক্তার (হোমিওপ্যাথি) শফিজুর রহমান। তিনি আরও বলেন, ‘সূর্য প্রতীক গণফোরামকে দেওয়া ইলেকশন কমিশনের উচিত হয়নি। নির্বাচনী প্রতীকগুলোর মাঝে সূর্যের কথাই কোরআন শরীফে সর্বোচ্চ ৩২ বার...