ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৬১ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুই ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটকরা হলেন—বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বোর্ডিং ব্রিজ অপারেটর কবির হোসেন (৫৩) এবং তার সহযোগী কুদ্দুছ (৪১)। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে বিমানবন্দরের বহির্গমন টার্মিনাল-১ এর সামনে সন্দেহজনকভাবে ব্যাগ বিনিময়ের সময় তাদের আটক করা হয়। এপিবিএন জানায়, টার্মিনালের ৩ নম্বর গ্লাস গেটের সামনে কবির হোসেনকে কুদ্দুছের হাতে একটি ছোট হাত ব্যাগ তুলে দিতে দেখা যায়। উপস্থিত যাত্রীদের সন্দেহ হলে সেখানে হৈচৈ শুরু হয়। পরে এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। আরও পড়ুনআরও পড়ুন‘বিশ্বের সেরা উদ্ভাবনের’ তালিকায় বাংলাদেশে তৈরি খাবার তাদের অসংলগ্ন জবাবের পর তল্লাশি চালিয়ে তিনটি ছোট নীল ব্যাগে রাখা চারটি স্বর্ণবার ও বিভিন্ন স্বর্ণালঙ্কারসহ মোট ৭৬১ গ্রাম...