বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া পৌরসভার সাবেক মেয়রপ্রার্থী ওবাইদুল হাসান ববিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন এলাকার গুলশান থানার একটি স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বগুড়া ডিবির একটি বিশেষ টিম। পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একাধিক সহিংস ঘটনার মামলায় তিনি এজাহারনামীয় পলাতক আসামি ছিলেন। জুলাই আন্দোলনের সময় সাধারণ জনতা ও ছাত্রদের ওপর হামলা, হত্যা ও নিপীড়নের অভিযোগে তার বিরুদ্ধে হত্যা, মারামারি, বিস্ফোরক দ্রব্যসহ অন্তত ১২টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। ওবাইদুল হাসান ববি (৫৬), পিতা মৃত ইসহাক আলী, বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বগুড়া শহর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং স্থানীয়ভাবে প্রভাবশালী হিসেবে পরিচিত। রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি...