টাঙ্গাইলে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ডিম বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ডিম দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার সদর উপজেলা প্রাণি সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. হেলাল উদ্দিন খান। এদিন সকালে সদর উপজেলা প্রাণি সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের বেপারিপাড়া সরকারি শিশু পরিবার বালকের শিক্ষার্থীদের মাঝে জেলা প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে বিনামূল্যে ডিম বিতরণ করা হয়। শেষে বিশ্ব ডিম দিবস উপলক্ষে সদর উপজেলা প্রাণি সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে আলোচনা সভার আয়োজন করা হয়। টাঙ্গাইল সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা ভেটেরিনারি অফিসার ডা. রৌশনী...