গ্লোবাল সাউথ তথা বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে ২০২৭ সালের মধ্যে ৪০০ বিলিয়ন ইউরো বিনিয়োগ করতে আগ্রহী ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। গ্লোবাল গেটওয়ে প্রকল্পের অধীনে এই বিশাল অংকের অর্থ বিনিয়োগের পরিকল্পনা করছে বলে গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে গ্লোবাল গেটওয়ে প্রকল্পের অধীনে গ্লোবাল সাউথে ২০২১ থেকে ২০২৭ সালের মধ্যে ৩০০ বিলিয়ন ইউরো বিনিয়োগের পরিকল্পনা ছিল ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ)। এর অর্ধেক বিনিয়োগ করা হবে আফ্রিকা মহাদেশে, যেখানে ইইউ’র উদ্যোগকে চীনের দীর্ঘমেয়াদি বিনিয়োগ কর্মসূচির বিকল্প হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, গ্লোবাল গেটওয়ে হচ্ছে গ্লোবাল সাউথে, অর্থাৎ উন্নয়নশীল বিশ্বের দেশগুলোতে, বিনিয়োগ বাড়ানোর জন্য ইইউ-এর একটি কর্মসূচি। আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকাসহ গ্লোবাল সাউথের দেশগুলোতে কৌশলগত বিনিয়োগ রয়েছে চীনের। এই অঞ্চলে চীনের প্রভাব হ্রাস করার উদ্দেশ্যেই...