বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, রাজনৈতিক অস্থিরতা, ক্ষমতার দাপট এবং নির্বাচন প্রহসনের এক ভয়াবহ দুষ্টচক্রে আবদ্ধ ছিলো বাংলাদেশ। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে একটি নতুন, ন্যায়ের বাংলাদেশ গঠন। এই নতুন বাংলাদেশের সূচনা হবে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের মধ্য দিয়ে। নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে জুলাই সনদের আইনি ভিত্তি অপরিহার্য। ৫ দফা দাবি আদায়ে শুক্রবার (১০ অক্টোবর) বাদ জুমা গণমিছিল ও সমাবেশের আয়োজন করে জামায়াতের চট্টগ্রাম মহানগরী শাখা।নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুহাম্মদ শাহজাহান। মুহাম্মদ শাহজাহান বলেন, যতদিন পর্যন্ত এই রাষ্ট্রক্ষমতা, নির্বাচন ব্যবস্থা এবং রাজনৈতিক মাঠ কিছু সুবিধাভোগী দলের জন্য সংরক্ষিত থাকবে, ততদিন এ দেশে কখনো ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি হবে না। আমরা এমন একটি রাজনৈতিক...