# নিবন্ধন না করলেও দেওয়া হবে যাবে টিকাচট্টগ্রাম জেলায় ১৬ লাখ ৩২ হাজার ৪১ শিশুকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা সিভিল সার্জন অফিস। এর মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে ১১ লাখ ৩৪ হাজার ৭১ জন এবং কমিউনিটিতে ৪ লাখ ৯৭ হাজার ৯৭০ শিশুকে টিকা দেওয়া হবে। চট্টগ্রাম সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, আগামী ১২ অক্টোবর থেকে জেলায় টাইফয়েড টিকা দেওয়া শুরু হবে। ক্যাম্পেইন সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি প্রচার-প্রচারণা জোরদার রাখা এবং গুজব রোধে প্রশাসন সতর্ক রয়েছে। চট্টগ্রাম সিভিল সার্জন অফিস জানায়, ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ১০ কর্মদিবস শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্রগুলোতে এবং ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ৮ কর্মদিবস স্থায়ী...