চলতি বছরের ২৮ নভেম্বর থেকে ভারতের তামিলনাড়ুতে হবে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ। বৈশ্বিক এই আসরে অংশ নিতে বাংলাদেশের হকি দল চূড়ান্ত হয়েছে। ২০ সদস্যের দলে ওমানে চূড়ান্ত পর্বে নেওয়া ছয় জন খেলোয়াড় নেই! দল থেকে বাদ পড়েছেন গোলকিপার নয়ন, সুমন্ত চাকমা, শহীদুল ইসলাম, তৈয়ব আলী, সাদ্দাম হোসেন ও শিমুল ইসলাম। মিডফিল্ডার তৈয়ব আলী জাতীয় দলের হয়ে কিছু দিন আগে ভারতের বিহারে এশিয়া কাপ খেলে এসেছেন। মাহমুদ হাসান, আশরাফুল হক, মেহরাব হোসেন সামিন, রামিন হোসেন, এনাম...